Breaking News

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া দিলেন স্থানীয়রা, অতঃপর…

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া করেছেন স্থানীয় বাংলাদেশিরা। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। এখনেো ওই সীমান্তে দুই দেশের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তে নিজ দেশের ৫০০-৬০০ সাধারণ মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তারা চৌকা সীমান্তে ৫০টি আম গাছ কেটে ফেলেছে। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে উভয় দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় বিএসএফ ১৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ভারতীয় নাগরিকরা ১৫টি ককটেল, ২০-২৫টি তির বাংলাদেশিদের উদ্দেশে নিক্ষেপ করে।এ ছাড়া পাথর ছুড়ে মারে তারা।

দুপুর ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে থেমে থেমে উত্তেজনা চলছে। উত্তেজনা নিরসনের চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে চৌকা সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে।

অন্যদিকে, ভারতীয় নাগরিকদের নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান করছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরে বিস্তারিত জানাচ্ছি।’

Check Also

দুর্ঘটনায় মারা গেছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন? যা জানা গেল…

দুর্ঘটনায় মারা গেছেন শাওন, এইরকম এক নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, খবরটি গুজব। তিনি দুর্ঘটনার …

Leave a Reply