Breaking News

অনৈতিক কাজ না করলে সিনেমায় নিতে চান না বাংলাদেশি পরিচালকরা !

মডেল তুরিণ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, কিছু পরিচালক প্রস্তাব দেন, যা খুবই অস্বস্তিকর। তারা বলেন, “তোমাকে এক রাত কাটাতে হবে অথবা কিছু করতে হবে।”
তুরিণ আরো জানান, এমন কিছু পরিচালক তাদের পরিচয় গোপন রেখে ফোনে যোগাযোগ করেন এবং আশ্বাস দেন যে, বিশেষ কিছু করার মাধ্যমে মেয়েটি অগ্রগতি করতে পারবে। একপর্যায়ে, এক পরিচালক সরাসরি তাকে বলেন, “তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দেব।”
তুরিণ বলেন, “আমি যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, তখন গিভ এন্ড টেকের ধারণা তেমন বুঝতাম না। ২০১৫ সালে, আমার একটি টিভিসি কাজ ছিল, যখন পরিচালক আমাকে পুরো স্ক্রিপ্ট বুঝিয়ে দিলেন। এরপর বাসায় ফিরে আমাকে জানানো হয় যে, কাজের জন্য একটি কম্প্রোমাইজ করতে হবে। বারবার জিজ্ঞেস করার পর, পরিচালক স্পষ্টভাবে বলেন, ‘তোমাকে এক রাত কাটাতে হবে।’ এই কথা শুনে আমি কান্নাকাটি করে বাসায় চলে যাই।”
তুরিণ আরও বলেন, “পরে, যখন আমি আবার মিডিয়াতে কাজ করতে শুরু করি, তখনও একই ধরনের অফার পেয়েছি যখনই লিড চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়।”তুরিণ এক্ষেত্রে জানান, তিনি বিশ্বাস করেন যে, কাজের জায়গায় সম্মান থাকা উচিত। “রেসপেক্টের ভিত্তিতে কাজ করলে, যে কেউই যে কোনো জায়গায় উন্নতি করতে পারবে,” বলেন তিনি।

Check Also

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া দিলেন স্থানীয়রা, অতঃপর…

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া করেছেন স্থানীয় বাংলাদেশিরা। আজ শনিবার …

Leave a Reply