দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন

দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বিএসএফের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে জবাব দেবে বাংলাদেশ’, শনিবার গভীর রাতে এই ধরনেরই স্লোগানে মুখোরিত ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর দাবি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে আরো দাবি করা হচ্ছে, বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে বেশ কয়েকজন বাংলাদেশি জখম হন বলেও দাবি করা হয়েছে।

এমন অবস্থায়, বিএসএফের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গভীর রাতে মিছিল বের তাঁরা। গতকাল স্থানীয় সময় রাত ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু করে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারের অধীনে থাকা কয়েকজন ছাত্র। এরপর ক্যাম্পাস ঘুরে এসে উপাচার্যের বাসভবনের সামনেই একটি সংক্ষিপ্ত সভা করেন তাঁরা। এর আগে আবার স্থানীয় সময় রাত ৯টায় ঢাকার বাংলা মোটর এলাকায় মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ুয়া তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক রেজওয়ান আহমে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পারকিস্তানের বিরুদ্ধে প্রথম অস্ত্র তুলে নিয়েছিল কৃষক সমাজ। চাঁপাইনবাবগঞ্জেও একই ঘটনা ঘটেছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও ভারতের থাবা পড়তে দেব না। বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত।’ এদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক মহম্মদ হাসিবুল ইসলাম আবার বলেন, ‘দিল্লির কথা মতো আর চলবে না বাংলাদেশ। বিএসএফ যদি হামলা চালায়, তাহলে বিজিবি এবং দেশের মানুষ জবাব দিতে প্রস্তুত।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Check Also

মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ফুটবল ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সবশেষ বিশ্বকাপ ফুটবলের সময় তা সারাবিশ্বে …

Leave a Reply