বাংলাদেশে এমন চুক্তি প্রথম! খেললে টাকা, হারলে শূন্য! বিসিবির চমকপ্রদ ঘোষণা!

পারফর্ম করবে, টাকা পাবে ! ব্যার্থ হবে, টাকা পাবে না – শান্ত মিরাজ লিটন দের ব্যার্থতা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “একজন ক্রিকেটার চেষ্টা করুক বা না করুক ৮-৯ লক্ষ টাকা পায়। এই সিস্টেম বাদ দিন, পারফরম্যান্সের উপর ভিত্তি করে টাকা দিন। ফিফটি করলে ১ লক্ষ টাকা। সেঞ্চুরি করলে ৫ লক্ষ টাকা। ৩ উইকেট নিলে ১ লক্ষ টাকা, এভাবেই বেতন দেওয়া উচিত। তবেই খেলোয়াড়রা তাদের ফিটনেস, ডায়েট এবং দায়িত্ব নিয়ে পারফর্ম করবে”

সম্পুর্ন একমত ! মনের কথা কইছেন । এভাবেই বেতন দেওয়া হোক ‌। পারফর্ম না করেও মাস শেষে কাড়ি কাড়ি টাকা পাবে। ম্যাচের পর ম্যাচ ডাক মে’রে, উইকেট শুন্য থেকেও লাখ টাকার ম্যাচ ফি কেনো পাবে। এসব নিয়ে ভাবার সময় চলে এসেছে।

About Toptrendtv

Check Also

ঢিলা হয়ে গেছে, এখন আর আগের মত তৃপ্তি পাই না : কৌশানি

কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। এর নাম ‘রাতের শহর’। এতে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *