আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সাবেক ছাত্রদল নেতা লাভলু মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের দেখার জন্য ছাত্রদলের সাবেক নেতা লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পরপরই তাকে কুপিয়ে আহত করা হয়।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাভলুকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’