হঠাৎ বাংলাদেশকে হুমকি দিলো ভারত, যা জানা গেল…

হাসিনা সরকার পতনের শোক আর ব্যাথা কোনভাবেই কাটছে না মোদি সরকারের। দিন রাত সেই চিন্তা ঘুম আসছে না মোদি সরকারের। ভারত হাসিনার প্রেম এতটাই গভীর ছিল যে দেশের সব স্বার্থ বিলিয়ে দিয়ে হাসিনা বলেছিলেন, ভারত যেটা দিয়েছি সেটা তারা সারাজীবন মনে রাখবে। ভারতের কাছে চাওয়ার কিছুই নেই।

৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতনের পর নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা। এদিকে হাসিনাকে হারিয়ে দিশেহারা ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া নিমার্ণ শুরু করেছে। এই নিয়ে দুই দেশের সীমান্তে তৈরি হয় উত্তেজনা। এসময় বিজেপি সরকারের বিভিন্ন নেতা ইউনূস সরকারকে নিয়ে নানা রকম হুমকি দিচ্ছেন তাদের বক্তব্যে।

এবার সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর কুড়ি তারিখের পরে কোনদিক থেকে কোন দিকে, কোথায় কি ছুটে,কি ছুটবে কি হবে,কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না।আমরাতো বুঝতে পারছি, মুহাম্মদ ইউনূসের সরকার কীভাবে বাংলাদেশের গরীব, অর্ধশিক্ষিত,মানুষদের কীভাবে ভারতের বিরুদ্ধে, তাতাবার চেষ্টা করছে,উষ্কাবার চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারছি।

বিজেপি নেত্রী আরো বলেন, এগুলা করে কোন লাভ হবে না মোহাম্মদ ইউনূস।কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি, আপনারা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন।তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন, সেটা একবার দেখে নিন।

সূত্র: https://www.youtube.com/watch?v=ytOwic75KJc

Check Also

প্রশাসনে বড় রদবদল!

প্রশাসনে তিন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন যুগ্মসচিবকে করা ইতোপূর্বের বদলি আদেশ বাতিল …

Leave a Reply