সিলিকন ভ্যালিতে চাকরি পেলেন চুয়েটের ইরফান, বেতন বছরে সাড়ে তিন কোটি

যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের অন্যতম ধনী ও বড় প্রযুক্তি জোন প্রতিষ্ঠান সিলিকন ভ্যালিতে চাকরি পেয়েছেন মোহাম্মদ ইরফান উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব ধর্মপুর কমিনিউটি বাজারের হাবিলাস গোমস্তার বাড়ির প্রবাসী মোহাম্মদ নেজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন ইরফান। সেখানে অষ্ঠম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পান। এরপর ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষ করেন ২০১৬ সালে। দেশে চাকরি খুঁজেও ছিলেন বেকার। পরে ওয়ালটনে চাকরি পেয়ে অভিজ্ঞতা অর্জন করেন৷

অবশেষে সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন তিনি। এ চাকরি পেতে যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং থেকে ক্যালিফোর্নিয়া যেতে হয়েছে বহুবার। ৯ ধাপে ইন্টারভিউ দিতে গিয়ে একদিনে টানা ৭টি ইন্টারভিউতে পাঁচ ঘণ্টারও বেশি সময় দেন। বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বেতন, প্রথম বেতনের সঙ্গে ৩০ লাখ টাকার সাইনিং বোনাস, শেয়ার ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ মাসিক ২৯ লাখ টাকা বেতন পাবেন তিনি।

ইরফানের বাবা নেজাম উদ্দিন বলেন, দেশে চাকরিতে থেকেও ইরফানের স্বপ্ন ছিল সিলিকন ভ্যালিতে কাজ করার। সেই স্বপ্নকে পুঁজি করে উচ্চশিক্ষার জন্য সে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিংয়ে ফুল ফান্ডিং স্কলারশিপে মাস্টার্সে ভর্তি হয়। মাস্টার্সে অধ্যয়নকালে চাকরি খুঁজে কৃত্রিম বৃদ্ধামাত্রার প্রতিষ্ঠান সিলিকন ভ্যালিতে নিয়োগ পায়।

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের একজন মেধবী প্রাক্তন ছাত্রের এমন অভাবনীয় অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। তার অর্জন বিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ধর্মপুরের প্রান্তিক জনপদ থেকে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি জোনে নিয়োগ পেয়ে ইরফান দৃষ্টান্ত স্থাপন করেছে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *