দিনের বেলায় বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে ১৯ মাস বয়সী মো. আরাফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফ, মো. লিংকনের ছেলে, এবং ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার করার পর তার এই মর্মান্তিক পরিণতি ঘটে।

জানা গেছে, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করার পর আরাফ ঘরের ভিতরে না থেকে উঠানে চলে আসে। ইফতার শেষে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে, আরাফ একা উঠে উঠানে খেলা শুরু করে। এই ফাঁকে একটি শিয়াল উঠে এসে শিশুটির গলায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে যায়। এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

আরাফের দাদা, লালু মিয়া, বলেন, “ইফতার শেষে আরাফ ঘর থেকে বের হয়ে উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে আর পাওয়া যাচ্ছিল না। আমরা বাড়ির আশপাশে তাকে খুঁজতে বের হই, কিন্তু কিছুতেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে, এলাকার মসজিদে মাইকিং করা হয়, যাতে সবাই খুঁজে বের করতে সাহায্য করতে পারে। তখন একজন ব্যক্তি খাইরুল ইসলাম জঙ্গলে একটি শিয়ালকে বাচ্চাসহ দেখতে পান। তার ডাক চিৎকার শুনে আমরা সবাই সেখানে চলে যাই। সেখানে গিয়ে দেখি, আরাফের গলায় শিয়ালের কামড়ের দাগ এবং বুকের মধ্যে পায়ের নখের দাগ ছিল।

দ্রুত তাকে গ্রামের ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” আরাফের বাবা লিংকন বলেন, “সন্ধ্যায় আমি স্ত্রী এবং সন্তানকে নিয়ে ইফতার করি। পরে ব্যবসার কাজে আমি দোকানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আমার ছেলেকে খুঁজতে আমার দোকানে আসে। দোকান থেকে ফিরে এসে দেখি, আমার ছেলের মরদেহ পড়ে আছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির অকাল মৃত্যুতে পরিবার এবং গ্রামের লোকজন শোকাবহ পরিবেশে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছেন।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *