Breaking News

আমাদের মাত্র ৪দিন লাগবে কলকাতা দখল করতে : সাবেক সেনা কর্মকর্তা

শনিবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’–এর ব্যানারে আয়োজিত সমাবেশে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

পরে কর্মসূচিতে বক্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তাঁদের বক্তব্য প্রদান করেন।

ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের মিছিল থেকে প্রাক্তন সেনাবাহিনীর মেজর (অবঃ) শরীফ বলেন, আমি মেজর শরীফ ।আমি ভারতকে বলে দিতে চাই , যে যুদ্ধ আমরা করছি , আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে।

আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি।আমাদের সাথে যদি ভারত যুদ্ধ করে আমরাও চার দিনের মধ্যে কলকাতা দখল করে নিব।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সম্পর্কে বলতে সমাবেশে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, ‘মোদিজি (নরেন্দ্র মোদি), অমিতজি (অমিত শাহ) এবং রাজনাথজি (রাজনাথ সিং)—আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন, সেটি বাহাত্তর সালের। সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যেকোনো শত্রু মোকাবিলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, ভয় দেখাবেন না। আপনাদের সীমান্তেই রুখে দিতে আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে ১৭ কোটি জনতা আছে।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply