পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির দোয়া

হস্তমৈথুন করা হারাম এবং লানতযোগ্য অপরাধ। এটা করলে পুরুষের বীর্য পাতলা হয়ে যায় এবং লিঙ্গ ছোট আর বাঁকা হয়ে যায়। দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হলো হস্তমৈথুন।

যারা হস্তমৈথুন করে, কিয়ামত দিবসে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। তাদের আঙুলগুলো গর্ভবতী হবে এবং তারা চরম অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত হবে।

হস্তমৈথুন থেকে বিরত থাকার উপায় :

এই কবিরা গুনা থেকে বিরত থাকতে হলে অবশ্যই সবার প্রথম, মহান আল্লাহর নিকট তওবা করতে হবে। তারপর কিছু উপায় অনুসরণ করতে হবে।

এক. হস্তমৈথুন এতদিন যা করেছেন তা সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে। আজকের পর থেকে ভুলেও কখনো হস্তমৈথুন করবে না বলে কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

দুই. লিঙ্গ কখনো স্পর্শ করা তো দূরের কথা, ভুলেও কখনো ইচ্ছা করে লিঙ্গের দিকে তাকাবেন না।

তিন. ভুলেও কোনো খারাপ মুভি বা খারাপ স্টিল পিকচার বা পর্নো মুভি দেখা থেকে বিরত থাকা।

চার. রাস্তা-ঘাটে, হাটবাজারে কখনো কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। প্রথমবার দৃষ্টি গেলেও, দৃষ্টি সরিয়ে নিতে হবে।

পাচঁ. বিয়ের আগে হস্তমৈথুনের ফলে পুরুষাঙ্গ অকেজো হয়ে পরে, ফলে বিয়ের পরে পুরুষাঙ্গ ঠিকমতো কাজ না করায় যৌন চাহিদা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৯৯%। যৌবনদীপ্ত এবং উদ্দাম বীরপুরুষ হতে, তাই আর নয় হস্তমৈথুন!

এ কয়েকটি কাজ যদি ১০০% মেনে চলা যায়, তবে হস্তমৈথুন থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করা যেতে পারে।

এ কাজ থেকে বিরত থাকতে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি ক্বালবি ওয়া মিন শাররি মানিয়্যি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই।

জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই।

(আবু দাউদ, তিরমিজি, নাসাঈ)।

এ দোয়াটি পর্নোগ্রাফি আসক্তির মহারোগ থেকে বাঁচাতে পারে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *