ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফা’টালেন এসআই

নেত্রকোনার আটপাড়ায় ছুটিতে এসে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানায় কর্মরত এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে এসআই জাহিদুলেঈদুল আজহার ছুটিতে বাড়িতে অবস্থান করছেন।

ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফাটালেন এসআই
‘নিখোঁজ’ সেই ইউটিউবারের সন্ধান জানাল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা শাকিলের ছোট ভাই মনির বাজারে গেলে সেখানে এসআই জাহিদের ছোট ভাই তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনা জানার পর শাকিল বাজারে গিয়ে তার ভাইকে মারধরের কারণ জানতে চান। তখন এসআই জাহিদুল ও তার তিন ভাই রতন, হৃদয় ও হিমেল ছাত্রদল নেতা শাকিল এবং তার চাচা মোস্তাকিমের (৪৫) ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, হামলার সময় এসআই জাহিদ কাঠের লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে শাকিল গুরুতর আহত হন। আহত অবস্থায় শাকিল ও তার চাচাকে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শাকিলকে পাঠানো হয় নেত্রকোনা সদর হাসপাতালে এবং মোস্তাকিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ছাত্রদল নেতা শাকিল ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় গণঅভ্যুত্থানের সময় আহত হন এবং সরকার ঘোষিত ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হন।

ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফাটালেন এসআই

উল্লেখ্য, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান রিয়াদ উপজেলার শুনই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার ছেলে।

এ ব্যাপারে আহত ছাত্রদল নেতা শাকিল বলেন,

আমি আমার ছোট ভাইকে মারার কারণ জানতে গেলে এসআই জাহিদুল ও তার ভাইয়েরা আমাকে বলে অনেক বড় নেতা হয়ে গেছিস, এখন তোর কোন বাপে তোরে বাঁচায় দেখব- এটা বলে আমার ও আমার চাচার ওপর হামলা চালায়।

অভিযোগ প্রসঙ্গে এসআই জাহিদুল বলেন,

আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। আমি কাউকে মারধর করিনি। ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,

ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *