বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয় ঐক্যের তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
মামুনুল হক বলেন, ‘ভারতে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হবে। এজন্য প্রধান উপদেষ্টার ডাকে সব দল সাড়া দিয়েছে।’
ধর্ম, দলমত নির্বিশেষে দেশের সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করবে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে।’
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি, জামায়াত, খেলাফতে মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন।
ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দলগুলো সাহস যুগিয়েছে, ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে।