প্রেম সত্যিই অন্ধ হতে পারে, এ ঘটনা যেন তার এক জীবন্ত উদাহরণ! মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬৭ বছরের এক বৃদ্ধা প্রেমের ফাঁদে পড়ে হারিয়েছেন প্রায় ৫ কোটি টাকা। দীর্ঘ ৭ বছর ধরে প্রেমিককে কোনোদিন চোখে না দেখে শুধুমাত্র অনলাইনে তার সঙ্গে সম্পর্ক বজায় রেখে এই বিপুল পরিমাণ অর্থ খোয়ালেন তিনি।
প্রতারণার শিকার এই বৃদ্ধার অভিযোগ, ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। যুবক নিজেকে আমেরিকার একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে তাকে মুগ্ধ করে। তার ছবি দেখে ভালো লাগা শুরু হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। এরপরেই সেই যুবক প্রেম নিবেদন করে এবং বৃদ্ধা তাকে সাড়া দেন।
যত সময় এগিয়ে যায়, ততই প্রেমিকার কাছে টাকা চাওয়া শুরু করেন যুবক। বৃদ্ধা বিনা দ্বিধায় তার প্রেমিকের সমস্ত অনুরোধ মেনে টাকা পাঠাতে থাকেন। গত ৭ বছরে মোট ৩০৬ বার টাকা পাঠিয়েছেন তিনি, যার পরিমাণ ২২ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে তিনি ব্যাংক থেকে ঋণ নেন, আবার অনেক সময় আত্মীয়স্বজনের কাছ থেকে ধারও করেছেন। এমনকি টাকা পাঠানোর জন্য যুবক বিভিন্ন সময় ৫০টি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিল বলে তদন্তে জানা যায়।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এতদিনে একবারও প্রেমিকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বৃদ্ধা। তার যুক্তি, যদি একবার দেখা হত, তবে সম্ভবত আকর্ষণটা কমে যেত। আমি মন থেকে তাকে ভালোবেসেছিলাম, তাই তার সঙ্গে দেখা না করা ভালো মনে হয়েছিল।
সম্প্রতি, বৃদ্ধা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দেখতে পায় যে যুবক তার প্রোফাইলে ভুয়া ছবি ব্যবহার করেছে এবং বিভিন্ন নামে ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা নিয়েছেন।