Breaking News

কমল সোনার দাম, দেখে নিন ১ ভরির দাম কত হল

সকলের জন্য বড় সুখবর ৷ লক্ষ্মীবারে অনেকটাই কমল সোনার দাম ৷ আপনার কি এর মধ্যে সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে ? তাহলে আজ অর্থাৎ বৃহস্পতিবার সোনা কেনার জন্য আদর্শ দিন হতে পারে ৷ তবে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনা রুপোর লেটেস্ট দাম চেক করে নিন ৷

বুধবারের তুলনায় এদিন ফের কমল সোনার দাম ৷ এদিন কলকাতায় ১ ভরি সোনা কিনতে কত খরচ হবে জেনে নিন ৷

জানুয়ারি থেকে ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ এদিন ২২ ক্যারেট সোনার দাম কমে ৭১৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম কমে হয়েছে ৫৮৮৫ টাকা ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৮৬৯৩৩ টাকা হয়েছে ৷ উপরে দেওয়া দামের উপর আরও ৩ শতাংশ জিএসটি যোগ করতে হবে ৷

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply