শুরু হচ্ছে নতুন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ, কিভাবে পাবেন স্মার্ট কার্ড?

নির্বাচন কমিশন (ইসি) আবারো সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর আগে দেশের অনেক উপজেলায় স্মার্ট আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে যেসব এলাকার ভোটাররা এখনো এই কার্ড পাননি, তাদের জন্য নতুন করে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। ঈদুল আজহার পর থেকে আবারও পুরোদমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের প্রায় ৮ থেকে ১০টি উপজেলায় স্মার্ট এনআইডি বিতরণ চলমান রয়েছে।

কিভাবে বিতরণ করা হবে স্মার্ট এনআইডি কার্ড?
যেসব উপজেলায় স্মার্ট আইডি কার্ড প্রিন্ট হয়ে গেছে, সেসব এলাকার উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত এলাকায় ক্যাম্প করে এই কার্ড বিতরণ করা হবে। এ সংক্রান্ত তথ্য:

মাইকিং করে জানানো হবে।
জনপ্রতিনিধিদের মাধ্যমে চিঠি পাঠানো হবে।
স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ভোটাররা এই বিভিন্ন মাধ্যম থেকে নিজেদের এলাকার বিতরণ শিডিউল জেনে নিতে পারবেন।

কার্ড উত্তোলনের পদ্ধতি
যাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে, তারা কোনো প্রকার ফি পরিশোধ না করেই কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড উত্তোলনের জন্য প্রয়োজন হবে:

পুরাতন এনআইডি কার্ড, অথবা
ভোটার হওয়ার সময় দেওয়া রিসিভ কপি, অথবা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID নম্বর)
যাদের এনআইডি কার্ড এখনো হাতে আসেনি বা হারিয়ে গেছে, তারাও উপরোক্ত দলিলপত্র নিয়ে উপস্থিত হলে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। কোনো জিডি বা অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই।

যদি নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করতে না পারেন?
যদি কেউ নির্ধারিত শিডিউলে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে না পারেন (যেমন: দেশের বাইরে ছিলেন বা অনুপস্থিত ছিলেন), তাহলে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে কার্ড উত্তোলন করা যাবে। মাঠ পর্যায়ে বিতরণ শেষে অবশিষ্ট কার্ডগুলো উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হয়।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *