Breaking News

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর সদর থানার এসআই আনসার আলী।

নিহত ওয়াসিম (২৬) ওই গ্রামের আবুল হাসেন আলী ওরফে পেট্রুর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসিমের পরিবারের সঙ্গে তার বড় চাচা আব্দুস সালামের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ওয়াসিম কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

সোমবার সকালে ওয়াসিম তাদের খেতের ধান কেটে বাড়ি যাবার পথে আব্দুস সালামের লোকজন দা দিয়ে তার গলা ও ঘাড়ে কোপ দেয়।

আত্মীয়-স্বজনরা ওয়াসিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান উল মতিন সৈকত জানান, ওই সেনা সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফের নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল প্রথমে সদর হাসপাতালে এবং পরে ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

প্রতিপক্ষের হামলায় ওয়াসিমের মৃত্যু হয়েছে জানিয়ে এসআই আনসার আলী বলেন, ঘটনাস্থলে থানার ওসিসহ ফোর্স গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply