টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থি ও যোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে বেলাল হোসেন (৫৫) নামে এক মুসল্লী নিহত হয়েছেন। এছাড়া দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার ভোর ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সাদপন্থি একাধিক মুসল্লী জানান, ২০ তারিখ থেকে ইজতেমা মাঠে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সেজন্য তারা গতকাল থেকেই সেখানে উপস্থিত হতে শুরু করেন। ভোরে মাঠে প্রবেশের চেষ্টা করলে প্রথমবার বাধা দেন যোবায়েরপন্থিরা৷ তবে প্রশাসনের সহযোগিতায় ভোরে মাঠে ঢুকার কিছুক্ষণ পর যোবায়েরপন্থিরা তাদের উপর আক্রমণ করে। এতে তাদের এক মুসল্লী নিহত হন আর বেশ কিছু মুসল্লী আহত হন। আহতদের মধ্যে অন্তত ৭ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে, যোবায়েরপন্থি ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
সাদপন্থি আহত মুসল্লীরা হলেন, হান্নান (৫৫), দেলোয়ার হোসেন (৫৬), খোরশেদ আলম (৫০), ফয়সাল (১৮), আলাউদ্দিন (৩৫), রিশাদ (৩০), ফয়সাল(১৮)।
আর যোবায়েরপন্থি আহতরা হলেন, নুরুল হাকিম (৩০), সালাউদ্দিন ভূঁইয়া (৫০), সাদ (২১) ও সিয়াম (২৪)।