Breaking News

কোনো দেশ চোখ রাঙালে চোখ উপড়ে ফেলব!

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নরেন্দ্র মোদিকে বলব, এটা বাংলাদেশ। পৃথিবীর সব রাষ্ট্রকে বলে দিতে চাই, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে। কেউ যদি চোখ রাঙায় তাহলে চোখ উপড়ে ফেলব। এখানে কোনো উগ্রবাদের জায়গা হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। সারজিস আলম একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ৭১ এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছেন। এবার খুনি হাসিনাও মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল আর দাসে পরিণত করতে চেয়েছিলেন। ছাত্র-জনতা এসব হতে দেয়নি, কখনো দেবেও না।

দালাল বা দাস নয়, সকলকে দেশের মর্যাদাবান নাগরিক হতে আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এ নেতা।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply