বিএনপি-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে করা মিথ্যা ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী অ্যাডভোকেট মমতাজকে আটক করা হয়েছে।
রোববার রাত ১২টার দিকে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
জানা যায়, মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক।
তিনি দলীয় প্রভাব খাটিয়ে ফ্যাসিবাদের পক্ষে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ নেতাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
সুত্রে আরো জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মমতাজ উদ্দিন মেহেদি শিক্ষার্থীদের উপর চরম নির্যাতন করেন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট বার এলাকায় আধিপত্য বিস্তার করে বিএনপি ও সমমনাদের সাথে খারাপ আচরণ করতেন।
পুলিশ সুত্রে জানা যায়, মমতাজউদ্দিন মেহেদীকে গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে এসেছে।
অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান বলেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানাবো।