Breaking News

এবার আ.লীগ নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘একটি রাজনৈতিক দল মনে করে হিন্দু ভোটগুলো তাদের একচ্ছত্র অধিকার। হিন্দুদের আর কোনও উপায় নেই, একমাত্র আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া। এ জন্য আওয়ামী লীগ মনে করে, হিন্দুরা এ দেশে থাকলে ভোট, চলে গেলে জমি।’

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নিয়াজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা দেখেছি নাসিরনগর, রংপুর, কলমাকান্দা, রামু, কুমিল্লা, ঠাকুরগাঁও, বানারীপাড়া, অভয়নগর ও যশোরে গত ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর মারাত্মকভাবে নির্যাতন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা এ ধরনের নির্যাতন হতে দেখেছি। তারা মনে করে, আওয়ামী লীগকে ভোট না দিয়ে হিন্দুদের আর উপায় কী।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা কোটালীপাড়াতে একজন পুলিশ কর্মকর্তা বেনজীর কীভাবে সংখ্যালঘুদের জায়গা দখল করেছেন। কোনও রকমের জবাব কিংবা বিচারের মুখোমুখি তাকে হতে হয়নি। এ থেকে পরিষ্কার বোঝা যায়, হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ ভোটের মাঠে খেলাধুলা করে।

‘যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, আমরা দেখলাম হিন্দু জনগোষ্ঠীকে তারা নানাভাবে উসকে দিয়ে মাঠে নামালো। বলা হলো যে, নানারকম নির্যাতন-নিপীড়ন হিন্দুদের ওপর করা হচ্ছে। কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, কিছু ঘটনা ঘটছে। তবে সেই সঙ্গে এটি মনে রাখতে হবে, সরকার যখন পরিবর্তন হয়, বিপ্লব বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন এই ধরনের ঘটনা ঘটে। সেটি যতটা সম্ভব কমিয়ে আনা উচিত। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। আমরা মনে করি, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তাহলে বাংলাদেশের যেকোনও ধর্মের মানুষ নিরাপদে বাস করতে পারবেন। কোনও অন্যায়ের শিকার হবেন না।’

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রপাগান্ডার বিষয় তুলে ধরে ব্যারিস্টার রুমিন বলেন, ‘ভারতীয় মিডিয়ায় একটার পর একটা মিথ্যাচার চালাচ্ছে। তারা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দেখাতে চাইছে, বলতে চাইছে, তার সঙ্গে বাস্তবে কোনও মিল নেই।’

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে জিসকা ফার্মাসিটিক্যালের পরিচালক সাদ্দাম খান উপস্থিত ছিলেন।

Check Also

ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে পাঁচ দিন

এবার জানা গেছে ন্যাশনাল ব্যাংকের লেনদেনও আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। …

Leave a Reply