সেনাবাহিনী ও পুলিশকে আওয়ামী লীগের বিশেষ অনুরোধ

শহীদ নূর হোসেন দিবস (১০ নভেম্বর) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ উপলক্ষে গুলিস্তানের নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জড়ো হওয়ার নির্দেশ দেয় দলটি।
এদিকে এ ঘোষণায় তাদের কর্মসূচি প্রতিহত করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছা-জনতা ও বিএনপির নেতা-কর্মীরা। তবে এই কর্মসূচি শান্তিপূর্ণ বলে জানিয়েছে আওয়ামী লীগ এবং বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তার করতে সেনাবাহিনী ও পুলিশকে অনুরোধ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ…সেনাবাহিনী ও পুলিশকে অনুরোধ জানাব, যারা অবৈধ সরকারের হয়ে বিশৃঙ্খলা করতে আসবে, তাদের গ্রেফতার করুন।’

রোববার অন্য একটি পোস্টে আওয়ামী লীগ বলেছে, ‘১০ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সেনাবাহিনীকে জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায় অবৈধ ইউনূস সরকার। সেনাবাহিনীর সব কর্মকর্তাকে তাদের এই কূটচালের ফাঁদে পা নেওয়ার আহ্বান থাকবে।’

এর আগে শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ করতে আজ সকালে সেখানে সমাবেত হয়েছেন ছাত্র-জনতা। হাজারো মানুষের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে জিরো পয়েন্ট। রোববার দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা।

তবে সমাবেশ ঘিরে এখনো স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্ট এলাকার পরিস্থিতি। এর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যানও রাখা হয়েছে।

Check Also

হঠাৎ পদত্যাগের হিড়িক, একসাথে ৮ সদস্যের পদত্যাগ!

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠনের পর বিরোধ তীব্র আকার ধারণ করে। ঘোষণার ২৪ …

Leave a Reply