চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা হবে। নতুন আবেদন গ্রহণের পরিকল্পনা আপাতত নেই। আইআরসিসি আরও জানিয়েছে, সুপার ভিসা প্রোগ্রামের অধীনে বাবা-মা ও দাদা-দাদিদের কানাডায় আনতে পারবেন আবেদনকারীরা। এই ভিসায় একটানা পাঁচ বছর কানাডায় বসবাস করা যাবে।

২০২৫ সালের মধ্যে অভিবাসনের হার ২০ শতাংশ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। এরই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামে। চলতি বছরে ২৪,৫০০ আবেদন নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষত যাঁরা নিকটাত্মীয়দের কানাডায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে চাচ্ছিলেন, তাঁদের জন্য এটি হতাশাজনক খবর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সরকারের এই পদক্ষেপ অনেক পরিবারকে বিপাকে ফেলবে। পিজিপি প্রোগ্রাম কবে আবার চালু হবে, তা এখনো অনিশ্চিত।

পিজিপি প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ ১ জানুয়ারি ২০২৫ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে সুপার ভিসা চালু রয়েছে, যা পরিবারের সদস্যদের কানাডায় দীর্ঘ মেয়াদে থাকার সুযোগ দিচ্ছে।

কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন আনার এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় ধাক্কা। যদিও সুপার ভিসার বিকল্প কিছুটা স্বস্তি দিলেও, পিজিপি প্রোগ্রামের সাময়িক বন্ধ হয়ে যাওয়া অনেক পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *