পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘইল এলাকায় এ সংঘর্ষটি ঘটে।
গুলিবিদ্ধরা হলেন: বাঘইল গ্রামের জফির উদ্দিনের ছেলে সেলিম হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আইনুল হক এবং আব্দুর রাজ্জাকের ছেলে নাসিম আহমেদ। এর মধ্যে নাসিম আহমেদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে কয়েকদিন আগে পুকুর দখল নিয়ে বাঘইল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। রোববার সন্ধ্যায় মেহেদি হাসান গ্রুপের সদস্য খোকন হোসেন ও রানা হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী হাবিব সমর্থক সেলিমের অফিসে হামলা চালায়, যার ফলে তিনজন গুলিবিদ্ধ হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান শহিদ জানিয়েছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”