মুখে দেশপ্রেমের কথা বলা হলেও, এর পেছনে মূলত রয়েছে ব্যবসায়িক ক্ষতির হিসাব-নিকাশ। এমনটাই স্বীকার করেছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা।
সোমবার (৯ ডিসেম্বর) শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে শিলিগুড়ি হোটেল মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের বয়কটের ঘোষণা দেয়।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত ৫ আগস্টের পর থেকে শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি অতিথির সংখ্যা অনেকটাই কমে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের বয়কট করলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে না। এই কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
উজ্জ্বল ঘোষ অভিযোগ করে বলেন, ৮ আগস্টের পর বাংলাদেশে ভারত-বিরোধিতার প্রবণতা ও ভারতের পতাকা অবমাননার ঘটনাগুলো তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
হোটেল মালিকদের দাবি, ফুলবাড়ী সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি শিলিগুড়ি আসেন, তারা সরাসরি দার্জিলিং বা সিকিম চলে যান। ফুলবাড়ী সীমান্তের কাছাকাছি পাহাড় থাকায় বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেল এড়িয়ে যান। ফলে এই অঞ্চলের হোটেল ব্যবসায় কোনো প্রভাব পড়ে না।
তবে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে আসা বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেলে কিছুটা সময় থাকেন। এদের মধ্যে অনেকে মেডিকেল ভিসাধারী, আবার অনেকে শিক্ষার্থী। হোটেল মালিকরা বলেন, বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হওয়ায় বয়কট করলেও তার খুব একটা প্রভাব পড়বে না।
উল্লেখ্য, শিলিগুড়ির ৩০০টি হোটেল এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আগে প্রতি মাসে গড়ে ২ হাজার বাংলাদেশি এই হোটেলগুলোতে আসতেন। কিন্তু আগস্টের পর সেই সংখ্যা কমে ৩শ’ থেকে ৪শ’-তে নেমে এসেছে।