মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে, মায়ের জন্য দোয়া করার জন্য।
বাংলাদেশ সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই দোয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এদিকে, শুক্রবার রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি (জাহিদ হোসেন) বলেছেন চেয়ারপার্সনের চিকিৎসার বিষয় বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাবো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলেছে।

অন্যদিকে, যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়।

আরটিভি/কেএইচ

Check Also

সেনাবাহিনীর হাতে আটক হাসনাত, যা জানা গেল…

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ভারতের ২৪ বছর …

Leave a Reply