এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ছাত্রদল নেতা আ’ট’ক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা মৃদুল হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। আটককৃত মৃদুল হাসান একই কলেজের ছাত্রদল শাখার সভাপতি বলে জানা গেছে।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণের সময় তিনি ওই যুবককে কেন্দ্রের গেটের ভেতরে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে আটকের নির্দেশ দেন। পরে তার কাছ থেকে নকল সরবরাহের কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘মৃদুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।’

এদিকে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করেছে উপজেলা বিএনপি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সদস্য অপরাধে জড়ালে তা তার ব্যক্তিগত দায়, দল বহন করবে না।

বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, ‘কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বিএনপি তার পক্ষ নেবে না। ওই নেতাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। নিরপেক্ষ তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।’

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *