Breaking News

বিয়ের পিঁড়িতে সাইয়েদ আব্দুল্লাহ, জানা গেল পাত্রীর পরিচয়!

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। যেগুলোতে ছাগল-কাণ্ডে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সাইয়েদ আব্দুল্লাহকে শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। আর ঠিক তার পাশে বধূ সেজে হালকা গোলাপি রঙের শাড়ি পরে বসে আছেন এক তরুণী। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কী বিয়ের পিঁড়িতে বসেছেন আব্দুল্লাহ?

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তরও মিললো তার কাছ থেকে।

গণমাধ্যমকে সাইয়েদ আব্দুল্লাহ বলেন, ভার্সিটিতে থাকাকালীন সময়ে দীর্ঘদিন আমাদের মধ্যে চেনাজানা ও পরিচয় ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ছিলাম। পরবর্তীতে নিজেদের পছন্দের ব্যাপারটা উভয় পরিবারের পছন্দের সঙ্গেই মিলে যায়, তারাও সম্মতি প্রদান করে।

তিনি আরও বলেন, বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকায় আনন্দঘন পরিবেশে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ সময় উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাইয়েদ আব্দুল্লাহর স্ত্রীর নাম নুসরাত জাহান। তিনি পেশায় একজন অ্যাডভোকেট, কাজ করেন কর্পোরেট লইয়্যার হিসেবে।

এদিকে, ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধুবান্ধব এবং অনুসারীরা সাইয়েদ আব্দুল্লাহকে অভিনন্দন জানাচ্ছেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ প্রথম আলোচনায় আসেন ‘ছাগল কাণ্ড’ ঘটনার মাধ্যমে। এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। সবশেষ একটি লাইভ টকশোতে তিনি আওয়ামী লীগ সমর্থক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে তীব্র সমালোচনা করেন।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply