বাচ্চা প্রসবে সাহায্য করতেই এক ব্যক্তিকে কৃতজ্ঞতা প্রকাশ করল গরু

ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, গরুটি যখন ওই ব্যক্তির হাত চে;টে দিচ্ছে, তখন আনন্দে আপ্লুত হয়ে ব্যক্তিটি গরুর মাথায় স্নেহের চু;ম্ব;ন এঁকে দিচ্ছেন।

এভাবেও কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

যেখানে একটি গরুকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওটি দেখার পর রীতিমতো অবাক হয়েছেন নেট পাড়ার কয়েক হাজার মানুষ।

আমরা আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর যেকোনো প্রাণীদের অনুভূতির পাশাপাশি সুখ কিংবা দুঃখ রয়েছে। তারা সেটা মুখে বলে প্রকাশ করতে না পারলেও একাধিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি গরুর ভিডিও দেখে তা সহজেই অনুমান করতে পেরেছেন নেট প্রেমীরা।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *