হঠাৎ মধ্যরাতে যে বার্তা দিলেন সারজিস আলম!

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

কমিশন বাতিলের এ সিদ্ধান্ত প্রকাশের পরেই ফুঁসতে থাকে একটি পক্ষ। ঘটনার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেন। এবার সেই ঘেরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে কঠোর বার্তা দিলেন সারজিস।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ‘মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানান।

পোস্টে সারজিস লেখেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছে, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে বলেও ওই পোস্টে জানান তিনি।

সুূত্রঃ NEWS24

Check Also

হঠাৎ পদত্যাগের হিড়িক, একসাথে ৮ সদস্যের পদত্যাগ!

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠনের পর বিরোধ তীব্র আকার ধারণ করে। ঘোষণার ২৪ …

Leave a Reply