ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষতায় এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে এ প্রস্তাব দেন। একই সঙ্গে ড. ইউনূসকে বিরোধীপক্ষ না বানাতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে ড. ইউনূসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না।

আমার মতে, ড. ইউনূস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে।

সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে উভয় পক্ষ ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *