হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি যে নির্দেশনা আসলো!

করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে বলা হয়েছে।

রোববার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনা সংক্রমণের নতুন ধরণ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি প্রচার কার্যক্রমে যুক্ত করতে হবে।

করোনা প্রতিরোধে নির্দেশনা:

নিয়মিত ও সঠিকভাবে (অন্তত ২০ সেকেন্ড) সাবান দিয়ে হাত ধোয়া।

জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা।

আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা।

হাঁচি বা কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

মাউশি আশা করছে, এসব স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংক্রমণ ও রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

About Toptrendtv

Check Also

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা ও ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৫-২০ জেলায় বন্যা হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *